সিরাজগঞ্জ তাড়াশে দিনব্যাপী ঐতিহ্যবাহী বউমেলা অনুষ্ঠিত

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নওগাঁয় প্রতি বছরের ন্যায় এবারও দিনব্যাপী ঐতিহ্যবাহী বউমেলা অনু‌ষ্ঠিত হচ্ছে ।
শনিবার(১৮মার্চ) সকাল থেকেই শুরু হয় তাড়াশ উপজেলায় নওগাঁয় দিনব্যাপী ঐতিহ্যবাহী বউমেলা। করতোয়া নদীর তট, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর জেলার মিলনস্থল জমজমাট এই মেলায় শত শত বউ-শাশুড়ি উৎসব আমেজে কেনাকাটা করেন।
আয়োজকরা জানান, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতী (রহ.)’র আধ্যাত্মিক গুরু নওগাঁর হাজী শাহ শরীফ জিন্দানীর (রহ) মাজারে তিন দিনব্যাপি বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। ওরশ শেষের পর দিন অথাৎ শনিবার বউ মেলা বসে।
সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, চাটমোহর, পাবনার ভাঙ্গুড়া ও নাটোরের গুরুদাসপুর উপজেলার শত শত বৌ ঝিয়েদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে মেলা ।
প্রত্যক বছরের এই দিনে বউমেলা ঘিরে এলাকায় ঘরে ঘরে মেয়ে-জামাইকে আনা হয়। তা‌দের কা‌ছে এটা ঈদের আন‌ন্দের ম‌তোই। এলাকায় নারীদের মাঝে উৎসব আমেজ ছড়িয়ে পড়ে। মেলায় কসমেটিক সামগ্রী, কাঠের তৈরি আসবাবপত্র, গৃহস্থালী জিনিসপত্র, ঝুড়ি, মিষ্টি, বাতাসা, জিলাপি সহ নানা মিষ্টান্ন সব কিছুই পাওয়া যায়।
মেলার দিন সকাল থেকে সন্ধ্যা অবধি কেনাকাটার পাশাপাশি বউ-শাশুড়ি, কিশোরীরা মাজার জিয়ারত, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দর্শন, মামা-ভাগ্নের ভাঙ্গা মসজিদ এবং ঐতিহাসিক ভানু সিং দীঘিতে ঘুরে বেড়ান দর্শনার্থীরা ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ