খেলাধুলার মাধ্যমে সুন্দর দেহ-মন গঠন হয় – এমপি তানসেন

নন্দীগ্রাম প্রতিনিধি: জাতীয় সংসদ সদস্য এ,কে,এম রেজাউল করিম তানসেন বলেন, ‘‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষার্থীদের লেখা-পাড়ার পাশাপাশি ক্রীড়ায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলার মাধ্যমে সুন্দর দেহ-মন গঠন ও মাদক থেকে দূরে থাকতে হবে।’’

বগুড়া নন্দীগ্রামে রোববার (১৯ মার্চ) উপজেলার ভাটরা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন, বগুড়া-৪, নন্দীগ্রাম-কাহালু-৩৯, আসনের জাতীয় সংসদ সদস্য এ,কে,এম রেজাউল করিম তানসেন।

জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-৪, নন্দীগ্রাম-কাহালু-৩৯, আসনের জাতীয় সংসদ সদস্য এ,কে,এম রেজাউল করিম তানসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা, কুমিড়া পন্ডিতপুকুর তদন্ত কেন্দ্রের আইসি মোঃ মোস্তাফিজুর রহমান, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ্যাড. জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আকরাম হোসেন, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ছাতার দিঘী ইউপি চেয়ারম্যান আঃ রউফ বাদশা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, সাধারন সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জল, ছাতারদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজাহান আলী সরদার, কালিগঞ্জ বনমালী ইন্সষ্টিটিউট এর প্রধান শিক্ষক হান্নান শাহরিয়ার, জাসদ নেতা ইঞ্জিঃ সিদ্দিকুর রহমান, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক আজিজার রহমান প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোমুগ্ধকর ডিসপ্লে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ