দিনাজপুরে তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ তাঁতী লীগ-এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালী এবং ব্যান্ড শো অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ (রোববার) বিকেলে বাংলাদেশ তাঁতী লীগ এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর জেলা, শহর ও সদর উপজেলা শাখা তাঁতী লীগ-এর আয়োজনে জেলা তাঁতী লীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম আলাল-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এস এম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী। জেলা তাঁতী লীগের সদস্য সচিব শামসুল হুদা শান্ত’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা তাঁতী লীগের সদস্য সৈয়দা সুলতানা ফেরদৌসী, জাহিদুল ইসলাম ফরহাদ, শহর তাঁতী লীগের আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক (রোমান), সদর উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব তৈয়বুর রহমান, বীরগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, চিরিরবন্দর উপজেলা তাঁতী লীগের আহবায়ক লুৎফর রহমান বিদ্যুৎ, খানসামা উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মাসুদ রানা, শহর তাঁতী লীগের সদস্য সচিব আহমেদ হুমায়ুন কবীর, ৬নং আউলিয়াপুর ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, ৯নং আস্করপুর তাঁতী লীগের আহবায়ক মনোয়ার হোসেন, ১নং চেহেলগাজী ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক আবু হোসেন, ১০ নং পুনট্টি ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক রেজা কবীর প্রমুখ।
আলোচনা শেষে লোকভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর পূর্বে ২০তম প্রতিষ্ঠার বার্ষিকী কেক কাটেন অতিথিবৃন্দ। শেষে সন্ধ্যার পর ব্যান্ড শো অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ