ধুনটে প্রধানমন্ত্রীর উপহারের পাকা বাড়ি পেল আরো ২৮ ভূমিহীন পরিবার

ধুনট প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের পাকা বাড়ি পেয়েছে আরো ২৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বাড়ি হস্তান্তরের উদ্বোধন করেন। এদিন ধুনট উপজেলা সহ সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। আশ্রয়ন প্রকল্পের আওতায় ধুনট উপজেলায় এপর্যন্ত মোট ৩৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। বুধবার ধুনট উপজেলা পরিষদ সভাক্ষে চতুর্থ পর্যায়ে সর্বশেষ ২৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তরের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানাার ওসি রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, আ’লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম প্রমূখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ