বগুড়া পৌরসভার কর্মকর্তারা পেলেন প্রাইমারি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া পৌরসভার কর্মকর্তাদের অংশগ্রহণে প্রাইমারি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ হয়েছে। বুধবার বগুড়ার হোটেল মম ইন রিসোর্ট সেন্টারে ইউএসএআইডি লোকাল হেল্থ সিস্টেম সাসটেইনেবিলিটি (এলএইচএসএস) প্রকল্পের ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠনা হয়।

পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবা বাস্তবায়নে কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

নগর পর্যায়ে দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টিতে ইউএসএআইডি-এলএইচএসএস প্রকল্প বাংলাদেশের ৩ সিটি কর্পোরেশন ও ১১ পৌরসভায় কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।

বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন, স্বাদ আছে সাধ্য নেই। শীঘ্রই বগুড়া পৌরসভায় বন্ধ পরে থাকা চারটি ক্লিনিকে কার্যক্রম শুরু করা হবে৷ চার ক্লিনিক চালু করতে এলএইচএসএসের ভুমিকা প্রশংসনিয়। তারা এগিয়ে না আসলে এটা হতোই না।

নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক সনি বলেন, নওগাঁ পৌরসভায় স্বাস্থ্যসেবার অগ্রগতিতে এই প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ পরবর্তী কাজের অগ্রগতি ফলোআপ করবো, যাতে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।

এসময় ইউএসএআইডি এলএইচএসএস প্রজেক্ট চিফ অব পার্টি রাজিব আহুজা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ