“অবিলম্বে সারের দাম কমাও, ধানের দাম ১৫০০ টাকা দাও”- কাজী সাজ্জাদ জহির চন্দন

বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, অদ্যই বেলা ১১ টা ৩০ মিনিটে ঐতিহাসিক সাতমাথায় এক বিক্ষোভ সমাবেশ বগুড়ার জেলা কমিটির সভাপতি কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষকনেতা সাজ্জাদ জহির চন্দন। তিনি বলেন, সরকার সাম্রাজ্যবাদ, বিশ্ব ব্যাংক, আইএমএফ এর চক্রান্তে বারবার সার, ডিজেল সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি করছে। যেখানে আন্তর্জাতিক বাজারে সারের দাম ৬২ শতাংশ কমেছে, পক্ষান্তরে বাংলাদেশে ৬৭ শতাংশ বৃদ্ধি করেছে। ফলে কৃষক তার উৎপাদন খরচ মেটাতে ঋণগ্রস্ত হয়ে পড়ছে। নেতৃবৃন্দ অবিলম্বে সকল প্রকার সারের দাম কমানোর দাবি জানান। সেইসাথে ধানের দাম মণ প্রতি ১৫০০ টাকা করার দাবি জানান। অবিলম্বে কৃষকের নিকট থেকে সরাসরি কৃষিপণ্য কেনার দাবি জানান। নেতৃবৃন্দ আরো বলেন, আগামী বাজাটে কৃষিতে ভূর্তকি বাড়ানো, পল্লী রেশনিং চালু সহ কৃষি বান্ধব, কৃষি নীতি প্রণয়নের দাবি জানান। অন্যান্য এর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষকনেতা হাসান আলী শেখ, কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ূন কবির, জেলা কমিটির সদস্য শাহনেওয়াজ কবির খান পাপ্পু, সোহানুর রহমান সোহান প্রমুখ।
সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, ছাত্রনেতা ছাব্বির আহমেদ রাজ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, কমরেড জিন্নাতুল ইসলাম, কৃষকনেতা ফিরোজ আক্তার পলাশ, মোঃ শফিকুল ইসলাম, দেবব্রত দাস দেবু, সাহা সন্তোষ, মতিয়ার রহমান সহ আরো অনেকে।
সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে মাননীয় জেলা প্রসাশকের নিকট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করে।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ