যুবদলের সাবেক সভাপতি নীরবের ৫ মামলায় জামিন

বগুড়া নিউজ ২৪ঃ নাশকতার পাঁচ মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট তাকে পৃথক আবেদনে জামিন দেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবী।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী ইউনুস আলী রবি।

গত ৫ মার্চ শনিবার বিকেলে রাজধানীর তেঁজগাও এলাকার এফডিসির পাশ থেকে নীরবকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পরদিন পুলিশ সদস্যকে লাঞ্ছিত ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় নীরবকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন জজ আদালত। তারপর থেকে কারাবন্দি নীরব।

আইনজীবী ইউনুস আলী রবি জানান, ২০১৩ ও ২০১৫ সালে রাজধানীর তেজগাঁও, পল্লবী ও মিরপুর থানায় দায়ের হওয়া নাশকতার ৫ মামলায় হাইকোর্ট যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলমকে নীরবকে জামিন দিয়েছেন। এই ৫ মামলাসহ এখন পর্যন্ত মোট ১২ মামলায় তিনি জামিন পেয়েছেন।

তবে আরও মামলা থাকায় তিনি এখন জামিনে মুক্তি পাচ্ছেন না।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ