বিশ্বকাপে যেসব ভেন্যুতে খেলতে পারে বাংলাদেশ

বগুড়া নিউজ ২৪ঃ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে ক্রিকেটপ্রেমিদের উন্মাদনা ততই বাড়ছে। সে সঙ্গে বাড়ছে উত্তেজনাও। অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশও। তাই তামিম-সাকিবদের নিয়ে আত্মবিশ্বাসের পারদটাও তুঙ্গে টাইগার ভক্তদের। বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র পাঁচ মাস। ঘরের মাঠে পরপর দুটি সিরিজ খেলার পর টাইগাররা বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছে। সেখানে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে। ইতিবাচক ও আক্রমণাত্মক মানসিকতা নিয়েই টাইগাররা এবারের ওয়ানডে বিশ্বকাপে পা রাখতে চায়।

বিশ্বকাপের মেগা ইভেন্টে কোথায় কোথায় হতে পারে বাংলাদেশের ম্যাচগুলো তার একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। বাংলাদেশের ম্যাচগুলোর জন্য বিসিসিআই সাতটি ভেন্যুকে পর্যালোচনায় রেখেছে। সেগুলো হলো নাগপুর, বেঙ্গালুরু, তিরুবন্তপুরম, মুম্বাই, দিল্লি, লখনৌ, গুয়াহাটি, কলকাতা, হায়দরাবাদ, রাজকোট, ইন্দোর ও ধর্মশালা। চলতি আইপিএল শেষ হলেই বিশ্বকাপের সূচি এবং চূড়ান্ত ভেন্যুর তালিকা প্রকাশ করার কথা রয়েছে। সেই সঙ্গে গণমাধ্যমটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান নিজেদের অধিকাংশ ম্যাচগুলো খেলতে পারে চেন্নাই এবং বেঙ্গালুরুতে। এছাড়াও পাকিস্তানের পক্ষ থেকে কলকাতার ইডেন গার্ডেন্সকেও ভেন্যু হিসাবে চাওয়া হয়েছে। একইভাবে বাংলাদেশ নিজেদের অধিকাংশ ম্যাচ খেলতে চাইছে কলকাতা এবং গুয়াহাটিতে। যাতে নিজেদের দেশ থেকে খুব বেশি দূর ট্র্যাভেল না করতে হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ