বগুড়া শহর পুস্তক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি উপেন্দ্র, সাধারণ সম্পাদক সাহিদুল

ষ্টাফ রিপোর্টারঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বগুড়া শহর পুস্তক কর্মচারী কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে উপেন্দ্র কুমার (ছাতা) প্রতীকে ৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এপদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মমিন আকন্দ (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. সাহিদুল ইসলাম (আনারস) প্রতীকে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শামীম রহমান (বই) প্রতীকে পেয়েছেন ২৯ ভোট। শুক্রবার (৫ মে) শহরের চাঁদনী বাজার তিন নম্বর রেলগেট মার্কেট সংগঠন কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এরপর রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব এফ, জেড, এম, ফারুক খসরু। ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সবুজ নবাব (দেয়াল ঘড়ি), সহ-সম্পাদক পদে মো. শিপলু হোসেন (তালাচাবি)ও সুজন আলী, (টেবিল), অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. নূরনবী (মই), সাংগঠনিক সম্পাদক পদে মো. নাঈম ইসলাম (চশমা), প্রচার সম্পাদক পদে মো. রনি সরকার (মাইক), ক্রীড়া সম্পাদক পদে মো. রাশেদুল ইসলাম রাসেল (ফুটবল)। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সূত্রে জানা যায়, ১২টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এরমধ্যে ১৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি পদে মাজেদ আলী, রাজু খান ও সৈয়দ শিমুল আহম্মাদ। কোষাধ্যক্ষ পদে আল-আমিন প্রাং বাবু। ধর্মীয় সম্পাদক পদে মঞ্জুরুল আলম ফকির। এছাড়া সদস্য পদে আনিছার রহমান, আব্দুল্লাহ উজ্জ্বল, মিনহাজুল ইসলাম, রকি ইসলাম, সঞ্জয় কুমার, মো. শামীম, আমিনুল ইসলাম লিটন। সংগঠনটির মোট ১৪৭ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ বাইশ বছর বন্ধ থাকার পর বগুড়া শহর পুস্তক কর্মচারী কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এতে মার্কেটের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে বলে অভিমত ব্যবসায়ীদের।।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ