বগুড়ার ধুনটের শিশু ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন

৮ মে বেলা ১২ টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়ার ধুনটের শিশু আল মায়েদা আক্তার রজনীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে মাদক ও পর্নোগ্রাফি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবিতে সাতমাথায় প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা সভাপতি এ্যাড. দিলরুবা নূরী। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহŸায়ক এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সহ-সভাপতি রাধা রানী বর্মন, সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার এ্যানি, অর্থ সম্পাদক নিয়তি সরকার নিতু প্রমুখ।

সমাবেশে এ্যাড. সাইফুল ইসলাম পল্টু বলেন, ‘পুঁজিবাদ মুনাফার পিছনে ছুটতে গিয়ে ক্রমাগত সমাজে মাদক ও পর্নো ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এতে পুঁজিপতিরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কিশোর ও যুবকরা। তারই নমুনা ধুনটের ঘটনাটি।’ তিনি রজনী ধর্ষণ হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করে দ্রæত বিচার কাজ শেষ করে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং মাদক ও পর্নোগ্রাফি বন্ধের দাবি জানান।

সভাপতির বক্তব্যে এ্যাড. দিলরুবা নূরী বলেন, ‘বগুড়ার ধুনট উপজেলায় ৮ বছর বয়সী শিশু আল মায়েদা আক্তার রজনীকে গত ০৫ মে রিমনসহ তিন জন দলবদ্ধ ধর্ষণ করে, ভিক্টিম শিশুটি অপরাধীদের চিনতে পারায় তার মাথা থেতলে তাকে হত্যা করে অপরাধীরা জঙ্গলে ফেলে দেয়। আসামী তিনজনই ১৬ বছরের কিশোর, তারা মাদকাসক্ত ছিল এবং তারা নিয়মিত পর্নো ভিডিও দেখত।’

তিনি আরো বলেন, ‘একটি ফুটফুটে শিশুর এই নির্মমতার শিকার হওয়া আমাদের সভ্য সমাজের জন্য লজ্জার । শিশু রজনীকে দলবদ্ধ ধর্ষণ এবং হত্যা মেনে নেবার মতো বিষয় নয়। এবং একইসাথে এটাও উদ্বেগজনক যে অপরাধী তিনজনই ১৬ বছর বয়সী। এই কিশোর বয়সী ছেলেরা ছিল মাদকাসক্ত এবং তারা পর্ণো ভিডিও দেখত। আমরা আজ কোন সমাজ নির্মাণ করছি যেখানে কিশোররা শিক্ষার সুযোগ পাচ্ছে না কিন্তু মাদক এবং পর্ণ ভিডিও পেয়ে যাচ্ছে। হয়ে উঠছে অপরাধী । তিনি এই নির্মম ঘটনায় প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের বিচার করে দৃষ্টান্ত স্থাপনকারী শাস্তির দাবি জানান এবং অবিলম্বে সারাদেশে মাদক, পর্নোগ্রাফি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।- খবর বিজ্ঞপ্তী

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ