বগুড়ায় আদা রশুন আলুসহ সবগুলো সবজি উত্তাপ ছড়াচ্ছে

মমিন রশীদ শাইনঃ বগুড়ায় তিনদিনের ব্যবধানে বিভিন্ন হাট-বাজারে আলুসহ সব ধরণের সবজি আবারও উত্তাপ ছড়াতে শুরু করেছে। আর তরিতরকারী এবং সবজির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের কষ্ট বাড়ছে।

রবিবার বগুড়া শহরের ফতেহআলী বাজার,রেল বাজার, কলেজ বাজার, বকশি বাজার,খান্দার বাজার,ফুলতলা বাজার, কলোনী বাজার,বনানী হাট সহ বেশ কিছু হাট ও বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া আলু তিন দিনের ব্যবধানে প্রকারভেদে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আবার ৪০ টাকা কেজির বেগুন হঠাৎ করেই ৭০ টাকা কেজিতে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

পাশাপাশি ৫০ টাকা কেজি দরের পটল এখন ৬০ টাকা, করলা ৮০ টাকা, বারো মাসি সজনে ডাটা ১৬০ টাকা,পেয়াজ ৬০ টাকা,আদা ২৬০টাকা,রশুন ১৮০টাকা  কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ১০ টাকার আঁটির ডাটা শাক, লাল শাক  বর্তমানে ২০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের হালি ৪৫ টাকা।

এদিকে বগুড়ার পৌরসভার বনানী বাজরে সবজি কিনতে আসা কলোনীর আজমল হোসেন বলেন, এলাকার মানুষ সব সময় শহর এলাকার চেয়ে কিছুটা কম দামে সবজি কিনে থাকেন। কিন্তু বর্তমানে গ্রাম এলাকায়ও সবজির দাম অনেক চড়া। এছাড়া এক লাফে আলুর দামও কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। ফলে নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।

বগুড়া ফতেহআলী বাজারের ভাইভাই সব্জী ভান্ডারের আব্দুস সামাদ জানান পাইকারী বাজারে সব রকম সব্জীর দাম  বৃদ্ধি পাওয়ায় বেশী দামে কিনে বেশী দামে বিক্রি করতে হচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ