বগুড়ায় হিন্দু সমাজ উন্নয়ন কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড মগলিশপুর কেন্দ্রীয় হিন্দু সমাজ উন্নয়ন কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। গত সোমবার (৮ মে) সন্ধ্যায় শহরের মগলিশপুর মন্দির প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং অফিসার ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকাড় এর নিকট থেকে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শ্রী মানিক রায় মণি, সহ-সভাপতি পদে শ্রী পলাশ কুমার দাস (মাষ্টার), ধর্মীয় সম্পাদক পদে শ্রী রতন চন্দ্র মহন্ত। এছাড়াও এদিন বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী (১২ মে) শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টার মধ্যে এ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। এর আগে মগলিশপুর রাধা-গোবিন্দ মন্দির কমিটিতে দীর্ঘ ৩৫ বৎসর যাবৎ সুনামের সহিত সভাপতির দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী নিমাই চন্দ্র দাস। তিনি গত ২০২১ সালের ২৬ মার্চে মৃত্যুবরণ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে কমিটির সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এদিকে তার শূন্যস্থান পূরণ করতে গত ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি এলাকাবাসীর উপস্থিতিতে ঐ এলাকার স্থায়ী বাসিন্দা সিংড়া বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী হরিশ চন্দ্র দাসকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন কমিশন গঠন অন্তে গত (৫ মে) শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী আগামী (২৬ মে) নির্বাচনের দিন ধার্য করা হয়। মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় (১২ মে) বাছাই (১৪ মে) প্রত্যাহার (১৫ মে) এবং প্রতীক বরাদ্দ (১৭ মে)। নির্বাচন কমিশনার শ্রী পার্থ প্রতীম মহন্ত জানান এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অন্যান্য সংগঠনের নির্বাচনের মতো ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারবে না। চালাতে পারবে না কোন ধরনের প্রচার-প্রচারণা ও মিছিল মিটিং। তিনি বলেন, বিধি মোতাবেক নির্বাচনের আগে প্রার্থীদের প্রচারের জন্য একদিন সময় দেয়া হবে। তিনি আরও জানান নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে।।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ