প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার!

বগুড়া নিউজ ২৪ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপনকে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার রিপন কলারোয়া হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত আ. গাফফারের ছেলে।

বৃহস্পতিবার (১৮ মে) উপজেলার নিজ বাড়ির খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৯ মে) দুপুরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা সদর কোম্পানি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফেরার পথে সকাল তার গাড়ি বহরে হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছিলেন।

এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় গত ১৮ এপ্রিল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন ও ৪৪ জনকে সাত বছর করে কারাদণ্ড দেন আদালত। এরমধ্যে গ্রেপ্তার রিপনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ