সিরাজগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ৩ শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিকট দুই শতাধিক অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩ শতাধিক চরমপন্থী ও সর্বহারা পার্টির সদস্যরা ।
প্রায় দুই দশক ধরে চরমপন্থীদের দমনে কাজ করছে র‌্যাব। বন্দুক যুদ্ধে শীর্ষ কয়েক নেতার মৃত্যু হলেও থেমে থাকেনি তাদের কর্মকাণ্ড। ২০২০ সালে উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদকে চরমপন্থীদের আগ্রাসন থেকে রক্ষায় তাদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকা বেশ কয়েকটি সক্রিয় দলের নেতা প্রায় ৩ শতাধিক সদস্য ও বিপুল পরিমাণ অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন।
জানা গেছে, ৩১৫ জনের মধ্যে পাবনা জেলার ১৮০ জন, সিরাজগঞ্জের ১১, টাঙ্গাইলের ৭৪, রাজবাড়ীর ৫৪, মেহেরপুরের ২, কুষ্টিয়া ও বগুড়ার ১ জন চরমপন্থি রয়েছেন।
র‌্যাব আরও জানায়, ‘উদয়ের পথে’ নামে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে চরমপন্থী পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। ইতোমধ্যে চরমপন্থী পরিবারের ৩০ জন নারী সদস্যকে স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ ছাড়াও মাছ চাষ, গরু বা মুরগীর খামার, রিকশা, সেলাই মেশিন প্রদানের মাধ্যমে চরমপন্থী নেতা ও সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।
২১ মে) রোববার সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ সদর দফতরে র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম, খুরশীদ হোসেনের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন,বিপি এম (বার) পিপি । অতিরিক্তি মহাপরিচালক (অপারেশন র‍্যাব ফোর্সেস) কর্নেল মাহবুব আলম।
সিরাজগঞ্জ ১ কাজিপুর আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
২ সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না।
৩ রায়গঞ্জ- তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা আব্দুল আজিজ।
৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।
৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা ।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান,ডিআইজি রাজশাহী রেঞ্জ আব্দুল বাতেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল অতিরিক্তি ডিআইজি র‍্যাব ১২ অধিনায়ক মারুফ হোসেন পিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন আত্মসমর্পণকারী সর্বহারা পার্টির রাজবাড়ী জেলা প্রতিনিধি ফারুক শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ