গাজীপুরে ৫০ শতাংশের মতো ভোট পড়েছে : ইসি আলমগীর

বগুড়া নিউজ ২৪ঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটার, প্রার্থী ও নির্বাচন কমিশন সবাই সন্তুষ্ট।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি মো. আলমগীর বলেন, গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষণ ও দলের প্রতিবেদন কমিশন দেখেছে। এ ছাড়া আমরা নিজেরা সিসিটিভিতে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। সব প্রার্থী, বিশেষ করে মেয়র প্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাই নির্বাচন কমিশনও অত্যন্ত সন্তুষ্ট।

তিনি বলেন, গণনা শেষ হলে বলা যাবে কত শতাংশ ভোট পড়েছে। তবে আশা করছি, ৫০ শতাংশের কম হবে না।

এর আগে, সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের মোট ৪৮০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় ভোট গণনা।

এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নেন ৩৩৩ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী রয়েছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ