বগুড়ার জনসমাবেশে অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়ভার প্রশাসনকে নিতে হবে- হেনা

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেছেন জেলা বিএনপির ২৬ মে এর জনসমাবেশে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসনকে সে দায়ভার নিতে হবে। তিনি বলেন, জনসমাবেশে প্রায় ৫০ হাজার নেতা কর্মীকে সমবেত করার কাজ চলছে। জেলা বিএনপির এই জনসমাবেশকে বানচাল করতে জেলা পুলিশ বিভাগ থেকে বিএনপির নেতাদের বিনা মামলায় গ্রেফতার করছে। এ পর্যন্ত অর্ধশত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে বিএনপি নেতাদের হয়রানী ও গ্রেফতার করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে শহরের নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবী বাস্তবায়নে বিএনপি ২৬ মে শুক্রবার জেলা শহরের সেন্ট্রাল স্কুল মাঠে বিকাল ৩টায় জনসমাবেশ আহ্বান করা হয়েছে। আর এই সমাবেশ বানচাল করার জন্য জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বাড়িবাড়ি পুলিশ তল্লাশি করছে। বিনা মামলা ও বিনা গ্রেফতারি পরোয়ানায় পুলিশ বিএনপি নেতাদের গ্রেফতার করছে। এপর্যন্ত অর্ধশতাধিক বিএনপি নেতাদের গ্রেফতার করেছে পুলিশ। জনসমাবেশ বানচাল করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে।

শুক্রবারের শান্তিপূর্ন জনমাবেশে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব বগুড়ার প্রশাসনকে নিতে হবে। গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিশর্ত মুক্তি দাবিও করা হয় সংবাদ সম্মেলনে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, শহিদ উন-নবী সালাম, শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, এনামুল কাদির এনাম, শেখ তাহা উদ্দিন নাঈন, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ