গাজীপুরে সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে সরকার : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে। আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। এর কোনো বিকল্প নেই। আজ শুক্রবার (২৬ মে) ঢাকা রিপোর্টাস ইউনিটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এবং গণতান্ত্রিক অর্ডার ছাড়া যেসকল ব্যক্তি নির্বাচনকে আলোচনায় আনতে চাচ্ছে তারা এই সরকারের পক্ষে কাজ করছে। এই ফ্যাসিস্ট অবৈধ সরকারের পক্ষে কাজ করছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তারপরে নির্বাচনের আলোচনা আসবে। অবশ্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যতীত এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, দলবাজদের প্রভাব এত বেশি হয়েছে যে সাধারণ সাংবাদিক, প্রফেশনাল সাংবাদিকদের স্পেস সীমিত হয়ে গেছে। দলবাজরা নির্লজ্জভাবে তৈল মর্দন করায় সাংবাদিকদের বদনাম হচ্ছে। কিছু সাংবাদিকদের জন্য সব সাংবাদিককে কলঙ্ক বহন করতে হচ্ছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আপনারা কতটুকু সাংবাদিকতা করতে পারছেন তা আপনাদের থেকে কেউ ভালো জানে না। আজকে সাংবাদিকদের বড় একটি অংশ বিদেশে অবস্থান করছে, তারা দেশে থাকতে পারছে না। তারা দেশ ছেড়ে চলে গেছে। দুবাই, লন্ডন আমেরিকা যেখানেই যান সাংবাদিকদের দেখা যায়। আবার অনেকে চাকরি হারিয়েছেন। এর আগে বৃহস্পতিবার কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে বেসরকারিভাবে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ