গোবিন্দগঞ্জে জীনের বাদশা প্রতারক চক্রের গ্রেফতার ২

বগুড়া নিউজ ২৪ঃ আল্লাহর অলী ও জিনের বাদশা সেজে প্রতারনা করার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মথুরাপুর গ্রামের দুলু মিয়ার ছেলে মোর্শেদুল ইসলাম ও মালাধর কালিপাড়া গ্রামের মৃত রেজবর আলীর ছেলে জাহেদুল ইসলাম।

শুক্রবার (২৬ মে) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক প্রেসব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দিন, পুলিশ পুরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রেসবিফিংয়ে জানান, গ্রেফতারকৃতরা মোবাইল ফোনে গুপ্তধন পাইয়ে দেয়ার কথা বলে বগুড়ার শাহজাহানপুর উপজেলার কাছাহারপাড়া বাসিন্দা আব্দুল কুদ্দসের ছেলে আব্দুল আলিমের কাছে থেকে প্রতারনার মাধ্যমে বিকাশে নগদ টাকা ও  বিভিন্ন ভাবে প্রায় ২ লক্ষ টাকার স্বর্ণলংকার হাতিয়ে নেয়। এ ব্যাপারে আব্দুল আলিম থানায় মামলা দায়ের করলে গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেনের  নির্দেশে গোবিন্দগঞ্জ  থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিনের নেতৃত্বে  পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, এসআই সুজন কবির, এসআই রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। প্রতারক চক্রের নিকট হতে প্রতারণার মাধ্যমে নেয়া স্বর্ণালংকার ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ