পিএসজির গোলরক্ষক আইসিইউতে

বগুড়া নিউজ ২৪ঃ ঘোড়দৌড়ের সময় সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন পিএসজির গোলরক্ষক সের্হিয়ো রিকো। তিনি বর্তমানে স্পেনে সেভিয়ার একটি হাসপাতালের আইসিইউতে আছেন।   পিএসজির দ্বিতীয় পছন্দের এই গোলকিপারের আহতের হওয়ার খবর নিশ্চিত করেছে পিএসজি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর, স্পেনে ঘোড়ার পিঠে থাকা অবস্থায় আরেকটি নিয়ন্ত্রণহীন ঘোড়ার সঙ্গে সংঘর্ষে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন রিকো। তার পর তাকে হেলিকপ্টারে করে সেভিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়।   পিএসজি বিবৃতিতে জানিয়েছে, রোববার সের্হিয়ো রিকোর দুর্ঘটনার খবর আমরা জানতে পেরেছি। বর্তমানে তার পরিবারের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে।’ ২৯ বছর বয়সী রিকো দীর্ঘদিন ধারে খেলার পর পিএসজিতে যোগ দেন ২০২০ সালে। তার আগে সেভিয়া, ফুলহ্যাম, মায়োর্কায় খেলেছেন। এ ছাড়া ২০১৬ সালে স্পেনের একটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ