রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আটক ৩

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালে অন্যজনের প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টার দিকে পৃথক দুটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে স্যার জগদীশ চন্দ্র একাডেমিক ভবনের ৪২৪ নং কক্ষ থেকে মূল পরীক্ষার্থী জাহিদ আল হাসান সিয়ামের পরিবর্তে মো: হোসাইন নামে একজন এবং একই শিফটে কৃষি অনুষদ ভবনের ১২৯ নং কক্ষ থেকে মূল পরীক্ষার্থী তানভীর আহমেদের পরিবর্তে ওই বিশ্ববিদ্যালয়েরই লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী স্বপন হোসাইন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

এছাড়া দ্বিতীয় শিফট এর পরীক্ষায় স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে ৩৩৭ নং কক্ষের মো: আব্দুর রাকিবের পরিবর্তে প্রক্সি হিসেবে মো: আব্দুর রাকিব নামে আরেকজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভুতভাবে প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় ৩ জনকে আটক করা হয়েছে।

তারা স্বীকার করেছে তারা প্রক্সি দিতে এসেছে। মামলা প্রক্রিয়াধীন আছে। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ