আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

বগুড়া নিউজ ২৪ঃ  ফেডারেশন কাপের ফাইনাল জুড়েই থাকলো আবাহনী-মোহামেডান লড়াইয়ের পুরোনো সেই ঝাঁজ। নাটকীয়তায় ভরা ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে টাইব্রেকারে হেরে গেলো ঢাকা আবাহনী।

১৪ বছর পর ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাবের মুখোমুখি হওয়া ফেডারেশন কাপের ফাইনালে নির্ধারিত সময়  শেষে ৩-৩ গোলে সমতা থাকায় অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। সেখানে খেলা সমতায় থাকে ৪-৪ গোলে। এরপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপার স্বাদ পেলো মোহামেডান।

কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিলো ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডান। নির্ধারিত ৯০ মিনিটে আবাহনী দুইবার এগিয়ে গেলেও সোলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে ৩-৩ গোলে সমতায় ফেরে সাদা কালো শিবির। অতিরিক্ত সময়ে গড়ালে সেখানে এগিয়ে যায় মতিঝিল পাড়ার মোহামেডান। এবার দিয়াবাতের চতুর্থ গোলে মোহামেডান এগিয়ে গেলে সেখান থেকে সমতায় ফেরে আবাহনী। শেষমেশ ৪-৪ গোলে সমতায় থাকা ম্যাচ টাইব্রেকে গড়ালে বদলি গোলরক্ষক বিপুর দক্ষতায় ৪-২ গোলে আবাহনীকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে মোহামেডান।

ম্যাচের মাত্র ১৫ মিনিটেই ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ১-০ গোলে এগিয়ে যায় আবাহনী। মোহামেডান ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও উল্টো ৪৩ মিনিটে দানিয়েল কলিন্দ্রেসের গোলে ২-০ গোলের লিড নেয় আকাশী নীল শিবির।

২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ধানমন্ডির ক্লাবটি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যেন নতুন রূপে দেখা দেয় মোহামেডান। ৫৬ থেকে ৬১, এই পাঁচ মিনিটেই জোড়া গোল করে মোহামেডানকে সমতায় ফেরান দিয়াবাতে।

ম্যাচের ৬৫ মিনিটে এমেকার গোলে আবার ৩-২ গোলের লিড নেয় আবাহনী। ঢাকা ডার্বিতে নাটকের তখনও বাকি। ম্যাচের একবারে শেষদিকে দিয়াবাতে নিজের হ্যাটট্রিক পূরণের সঙ্গে আবার সমতায় ফেরায় সাদা কালো শিবিরকে।

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানে প্রথমার্ধে সেই দিয়াবাতের গোলেই ৪-৩ গোলে এগিয়ে যায় মোহামেডান। মতিঝিল পাড়ার ক্লাবটি শিরোপার স্বাদ পেতেই শুরু করেছিলো, তবে ম্যাচের ১১৮ মিনিটে এসে আবাহনীকে ৪-৪ গোলে সমতায় ফেরান রহমত।

টাইব্রেকারে প্রথম শট নেয় মোহামেডান। সেই শট থেকে গোল করে দলকে এগিয়ে নেন দিয়াবাতে। আবাহনীর হয়ে প্রথম শটটি মিস করেন অধিনায়ক রাফায়েল আগুস্তো। মোহামেডান গোল করে পরের দুই শট থেকেও, চতুর্থ শটে মোহামেডান গোল করলে ব্যর্থ হলে সুযোগ আসে আবাহনীর সামনে। তবে আবাহনীর হয়ে চতুর্থ শট নিতে আসা দানিয়েল কলিন্দ্রেসের শট মোহামেডান গোলরক্ষক বিপু আটকে দেয়। মোহামেডানের শেষ শটে কামরুল গোল করলে ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা জয়ের উল্লাসে মাতে মোহামেডান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ