বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে পিকনিকের বাস খাদে পড়ে মো. ইসলাম (৪৮) নামের একজন নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ আগস্ট) ভোরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. ইসলাম নারায়ণগঞ্জের বন্দর থানার সল্পের চর গ্রামের শামসুদ্দিন ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পিকনিক করতে পরিবার-পরিজন নিয়ে কুয়াকাটা যাচ্ছিল সেন্টমার্টিন নামের একটি বাস। বাসটি ঢাকা কুয়াকাটা সড়কের আমতলী উপজেলার ঘটখালি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত কয়েকজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশাল নেওয়ার পথে আহত মো. ইসলাম মারা যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: