খাগড়াছড়িতে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ টানা বর্ষণে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি নামক এলাকায় পাহাড়ধসের ঘটনার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে সিন্দুকছড়ি হয়ে গুইমারা মহালছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ রোববার (২৭ আগস্ট) সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কেউ হতাহত হয়নি।

চেয়ারম্যান রেদাক মারমা বলেন, রোববার সকালে পাহাড়ধসের পর থেকে ওই সড়কটিতে যোগাযোগ বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে খবরটি জানানো হয়েছে। দ্রুত মাটি সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ