ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার ঐতিহ্যবাহী শ্যামলী হোটেলের স্বত্বাধিকারী মো: রাজা হকের একমাত্র মেয়ে তাসনিম হক পূর্বা ট্রেন দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয় টায় ঢাকার কুর্মিটোলা রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৩০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে পায়ে হেঁটে রেল ক্রসিং পারাপারের সময় লাইনে পায়ের সেন্ডেল আটকে যায়, এ সময় তিনি মাথায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় আঘাত পেয়ে ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে কুর্মিটোলায় হসপিটালে নিয়ে যায়।
পূর্বার একটা ছেলে সন্তান রয়েছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বাদ জুম্মা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে নামাজের জানাজা শেষে দক্ষিণ বগুড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।