নলছিটিতে ব্যাডমিন্টন গ্রাউন্ডের উদ্বোধন

 আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ব্যাডমিন্টন গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় নলছিটি উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাডমিন্টন গ্রাউন্ডের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপসচিব মোঃ মাজহারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলো, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক (ভার) খায়রুল বাসার রানা ও প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড (বিএম) কলেজ’র ইংরেজি প্রভাষক মোঃ আমির হোসেন। খেলোয়ারদের মধ্যে উপস্থিতি ছিলেন, বাহাদুর, অমিত সরকার সেতু, মাহাবুব আলম খান, সাওন, আরিফ, রাজীব চক্রবর্ত্তী প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার একমাত্র ব্যাডমিন্টন গ্রাউন্ডটি ইউএনও জান্নাত আরা নাহিদ’র স্বামী ও সমাজকল্যান মন্ত্রনালয়ের উপসচীব মোঃ মাজহারুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হয়। সার্বিক তত্বাবধানে ছিলেন সিএ রাজীব চক্রবর্ত্তী। এসময় উপসচিব মোঃ মাজহারুল ইসলামকে প্রধান উপদেষ্টা ও ইউএনও নলছিটিকে পদাধিকার বলে সভাপতি করে উপজেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের সমন্বয়ে ‘এপেক্স’ নামে একটি ব্যাডমিন্টন ক্লাব’র আত্নপ্রকাশ ঘটে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০