বগুড়া নিউজ ২৪ঃ অভিমান ভেঙে অবশেষে ড. ইউনূসের বিপক্ষে বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা লড়তে রাজি হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
এর আগে, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ড. ইউনূসের বিরুদ্ধে একাই মামলাটি লড়ছিলেন তিনি। কিন্তু বিচারের মাঝপথে এসে হঠাৎ এই মামলায় নতুন করে সৈয়দ হায়দার আলী নামে আরও একজনকে নিয়োগ দেওয়া হয়। এতেই ক্ষোভ প্রকাশ করে ড. ইউনূসের মামলা লড়বেন না বলে জানান তিনি। মামলাটি তিনি একাই লড়তে চান।
এ বিষয়ে খুরশীদ আলম খান বলেন, সন্ধ্যায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা আমার চেম্বারে এসেছিলেন। দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। তারা আমাকে আগের মতোই মামলা পরিচালনা করতে বলেছেন। আমি কাল (মঙ্গলবার) ইউনূসের মামলায় শুনানি করতে যাব।
উল্লেখ্য, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। এরমধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়।