বগুড়া নিউজ ২৪ঃ চট্টগ্রামের মিরসরাই-ফটিকছড়ি (নারায়ণহাট) সড়ক উন্নয়ন ও সংস্কারের জন্য প্রায় ১৫ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, টানা বর্ষণে মিরসরাই-ফটিকছড়ি সড়কে বেইলি সেতুর এবাটমেন্ট ধসে পড়ায় জরুরি ভিত্তিতে মেরামতের জন্য বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, টানা বর্ষণের কারণে বেইলি সেতু ভেঙে গেছে। সেতুটি নির্মাণের জন্য বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই সড়ক দিয়ে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।