কুড়িগ্রামে ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার মধ্যকুমড়পুর এলাকায় অভিযান চালিয়ে নাগেশ্বরী থেকে বগুড়াগামী একটি ডিমবাহী পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় ডিমের খাচার নিচে ফিটিংকৃত অবস্থায় ৩টি বস্তায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দসহ নাগেশ্বরী উপজেলার চৌকিদার পাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলাম (২০) ও নাগেশ্বরী পৌরসভার মনিচর গ্রামের মোঃ রিপন খান (২৮)কে গ্রেফতার করা হয়।

অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার অন্তরপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ ছকিম উদ্দিনকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। প্রতিদিনই আমরা মাদকসহ কারবারী ও জুয়ারীদের  গ্রেফতার করছি।  আজকের এই বিপুল পরিমাণ মাদক ও কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০