টিভিএস নিয়ে এলো অ্যাপাঁচি সিরিজের নতুন বাইক

বগুড়া নিউজ ২৪ঃ সংস্থার জনপ্রিয় অ্যাপাঁচি সিরিজের নতুন বাইক আনলো টিভিএস মোটর। টিভিএস অ্যাপাঁচি আরটিআর ৩১০ বাইকটিতে দেওয়া হয়েছে নতুন অসংখ্য ফিচার। সংস্থার আরেক বাইক টিভিএস অ্যাপাঁচি আরআর ৩১০-এর অনুকরণেই আনা হয়েছে বাইকটি। টিভিএসের এই নতুন মোটরসাইকেলে থাকছে টায়ার প্রেশার মনিটরিং ফিচার। যা চাকায় বাতাসের চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে রাইডারকে। এ ছাড়া রয়েছে গাড়ির মতো ক্রূজ কন্ট্রোল এবং বাই-ডিরেকশনাল কুইকশিফটার। গাড়িতে যেমন গরম ও ঠান্ডা আসন পাওয়া যায় তেমনই সুবিধাও পাবেন এই বাইকেও। বাইকটিতে একটি ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন, এলইডি লাইটিং, স্মার্টফোন কানেকশন, অ্যাডজাস্টেবেল সাসপেনশন ফিচার দেওয়া হয়েছে।

বাইকটিতে দেওয়া হয়েছে ৩১২ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ৩৫.৬ হর্সপাওয়ার এবং ২৮.৭ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। পাঁচটি রাইড মোড রয়েছে বাইকটি- আরবান, রেইন, স্পোর্টস, ট্র্যাক এবং সব-নতুন সুপারমোটো মোড। টিভিএস অ্যাপাঁচি সিরিজের এই মোটরসাইকেলের দাম ২ লাখ ৪৩ হাজার রুপি (এক্স-শোরুম)। বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০