ভোলায় সরকারের অনুদান পাচ্ছে ১১৮টি মহিলা সমিতি

বগুড়া নিউজ ২৪ঃ ভোলায় নিবন্ধিত ১১৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ৩৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হচ্ছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর এসব চেক মহিলা সমিতির মধ্যে বিতরণ করছে। এর মধ্যে ক শ্রেণির সমিতি পাচ্ছে ৪০ হাজার, খ শ্রেণির ৩০ হাজার ও গ শ্রেণি ২৫ হাজার টাকা। ইতোমধ্যে এসব চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব মহিলা সমিতির মধ্যে ভোলা সদরে রয়েছে ৪৩টি, তজুমদ্দিন উপজেলায় ৩টি, লালমোহনে ১৪টি, দৌলতখানে ১১টি, বোরহানউদ্দিনে ৩০টি ও চরফ্যাশনে ১৭টি সমিতি এসব অনুদানের চেক পাচ্ছে।

২০২২-২৩ অর্থবছরের এসব চেক বিতরণ কার্যক্রম খুব শিগগির সমাপ্ত করা হবে।

জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইকবাল হোসেন জানান, এসব অনুদানের চেক বিতরণের মাধ্যমে মহিলা সমিতিগুলো যৌতুক নিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার এবং বাল্যবিবাহ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। একই সঙ্গে মা ও শিশুর যতœ, শিশুদের টিকাদান কর্মসূচি নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা গ্রহণ, বিবাহ নিবন্ধিকরণ, নিরক্ষরতা দূরীকরণসহ নানা কল্যাণমূলক কাজে সমিতিগুলো প্রাপ্ত অর্থ ব্যয় করবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০