নন্দীগ্রাম প্রতিনিধিঃ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বগুড়ার নন্দীগ্রামে এক হোটেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির উপজেলার সদর ইউনিয়নের রণবাঘা বাসস্ট্যান্ডে জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডের জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
Please follow and like us: