১৫ দিনে রেমিট্যান্স এলো ৭৪ কোটি ডলার

বগুড়া নিউজ ২৪ঃ চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। রোববার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬ কোটি ৬৪ লাখ ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৫ কোটি ৭ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্যবিদায়ী আগস্ট মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ৭৯ কোটি ৬৩ লাখ ডলার। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগের প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৪২ কেটি ৬৯ লাখ ডলার। আর সিলেট বিভাগের প্রবাসীরা ১৮ কোটি ৫৯ লাখ ডলার, খুলনা বিভাগের প্রবাসীরা ৬ কোটি ২১ লাখ ডলার, রাজশাহী বিভাগের প্রবাসীরা ৪ কোটি ৬৬ লাখ ডলার, বরিশাল বিভাগের প্রবাসীরা ৩ কোটি ৬৪ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগের প্রবাসীরা ২ কোটি ৭৭ লাখ ডলার ও রংপুর বিভাগের প্রবাসীরা ১ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে আরও জানা যায়, সদ্যবিদায়ী আগস্ট মাসে দেশে আসা ১৫৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৩১ লাখ ৯০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৭ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৩ লাখ ১০ হাজার ডলার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০