ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশগ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সোমবার রাতে একদল সন্ত্রাসী সাংবাদিক গাজী রুবেল এর উপর সন্রাসী হামলা করে মারাত্মক ভাবে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায় দিনের বেলায় উপজেলার নাগাইশ গ্রামের মযজিদের দান বাক্স ভেঙ্গে এলাকার চিহ্নিত চোরেরা টাকা চুরি করে নিয়ে যায়। এঘটনায় সামাজিক ভাবে মিটিং করতে যাওয়ায় হামলার শিকার হয়েছে সাংবাদিক সমিতি ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং প্রতিদিনের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক গাজী রুবেল৷ এঘটনায় মঙ্গলবার সকালে ব্রাহ্মণপাড়া থানার লিখিত অভিযোগ ও মসজিদের দান বাক্স চুরির বিষয়ে মিটিংয়ে উপস্থিত এলাকার মানুষ জানায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর নাগাইশ হযরত আবু বক্কর জামে মসজিদের দান বক্স টাকা চুরি করে নিয়ে যায় এলাকার কিছু চুর৷ চুরির বিষয়টি এলাকার সাধারণ মানুষ জানাযানি হলে৷ চুরের বিচার করার জন্য মিটিং বসে ঐ মসজিদের পরিচালনা কমিটি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা৷ মিটিংয়ে এক পর্যায়ে উপজেলা ছাত্রশিবিরের সাবেক নেতা বর্তমান জামাত নেতা একাধিক মামলার আসামি উপজেলার নাগাইশ উত্তর পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল লতিফ এর ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৫) এর নেতৃত্বে একই এলাকার খালেকের ছেলে সোহেল (৩২), সেলিম (৪০), মৃত হারি মিয়ার ছেলে মোঃ খালেক(৬০)সহ আরো অনেক দেশিয় লাঠি সোঠা নিয়ে অর্তকিত হামলা করে এবং আমার চোখে, শরীরের বিভিন্ন স্হানে আঘাত করে৷
এ সময় নজরুল ও তার লোকজন আমার সাথে থাকা মোবাইল ফোন এবং মানিবেগ ছিনিয়ে নিয়ে যায়৷ পরে এলাকাবাসি ও মিটিংয়ে উপস্থিত লোকজন রুবেলকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়৷ বর্তমানে সাংবাদিক রুবেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
এ বিষয়ে মঙ্গলবার সকালে ব্রাহ্মণপাড়া থানায় সাংবাদিক গাজী রুবেল বাদী হয়ে লিখিত অভিযোগ করেছে৷ সাংবাদিকের উপর হামলার বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷