শিবগঞ্জে আলুর হিমাগারে ভোক্তা অধিকারের অভিযান,আটক ৩

শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে হিমাগারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর আর এন্ড আর পটেটো কোল্ড স্টোরেজে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

এসময় আলু অবৈধ মজুত রাখা ও চড়া দামে বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন, শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের চাকলমা গ্রামের রিপন মিয়া(৩০),দেউলী ইউনিয়নের ভরিয়া গ্রামের শাহআলম(৫৮) ও পিরব ইউনিয়নের দাইমোল্লা গ্রামের জাহিদ হাসান(২২)।অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান জানান,গত দেড় মাস যাবৎ আলুর বাজার অস্থিতিশীল রয়েছে। দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে দালালরা মোবাইল ফোন ব্যবহার করে ইচ্ছাকৃত ভাবে আলুর দাম বাড়াচ্ছে। এই অপতৎপরতা থামাতে ও আলুর দাম সহনীয় পর্যায়ে আনতে সারাদেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ আরএন্ডআর কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০