জিনাত বরকতুল্লাহ আর নেই

বগুড়া নিউজ ২৪ঃ একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই। আজ বুধবার বিকেলে ধানমন্ডির বাসায় মৃত্যু হয়েছে তার। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন জিনাত বরকতুল্লাহর কন্যা অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।

দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন জিনাত বরকতুল্লাহ। পাশাপপাশি বয়সের ভারেও পড়েছিলেন নুয়ে। চলতি বছর মস্তিস্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ হয় তার।

একাধারে নৃত্য ও অভিনয় শিল্পী ছিলেন জিনাত বরকতুল্লাহ। দেশের নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। যা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় দিয়েছিল প্রাণ। নৃত্যে বিশেষ অবদান রাখায় ২০২২ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে।

ক্যারিয়ারে ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল ১৯৮০ সালে। সে বছর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মাধ্যমে আরম্ভ হয়েছিল এই পথচলা। ব্যক্তিগত জীবনে নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এই বরেণ্য ব্যক্তিত্ব।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০