ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী সচিব রেনা বিটার

বগুড়া নিউজ ২৪ঃ নির্বাচন সামনে রেখে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলারবিষয়ক সহকারী সচিব রেনা বিটার। সোমবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

এতে বলা হয়, রেনা বিটার ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ইসলামাবাদ, করাচি ও ঢাকা সফর করবেন। সফরে তিনি দূতাবাস এবং কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

এ ছাড়া রেনা বিটার পাকিস্তান ও বাংলাদেশ সফরে কনস্যুলার সমস্যা নিয়ে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তার সফরে মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং দেশটিতে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির বিষয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত কয়েকমাস ধরেই দেশে বিদেশি কূটনৈতিকদের আনাগোনা বেড়েছে। তারই ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে আসতে চলেছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলারবিষয়ক সহকারী সচিব রেনা বিটার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০