ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ আলোচনা সভা করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের সুত্রাপুর সেন্ট্রাল স্কুল মাঠে ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলহাজ্ব শেখের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দ্বাদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের কোনো বিকল্প নেই। সকল সংকীর্ণতা ও ব্যক্তিস্বার্থ পরিহার করে আগামী দ্বাদশ নির্বাচনে বগুড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল্লামা মেহেদী হাসান মিটারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম আজম টিকুল এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি। সভায় আরও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ নেতা শেখ শামিম, এ্যাডোনিস বাবু তালুকদার প্রমূখ। এসময় পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।।