দিনাজপুরে স্মার্ট উদ্যোক্তাদের সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের উদ্যোক্তাবর্গ-এর সহযোগিতায় তরুণ উদ্যোক্তাদের বিকাশ ঘটাতে গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ স্টার্টআপ ইনোভেশন প্ল্যাটফর্মের জিপি এক্সেলারেটর ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ শীর্ষক ইনফো সেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২০ নভেম্বর দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে দিনাজপুরের উদ্যোক্তাবর্গের সভাপতি সম্পা দাস মৌ এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আল মামুন সরকার এর সঞ্চালনায় জিপি এক্সেলারেটর ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ শীর্ষক ইনফো সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর উদ্যোক্তা উন্নয়ন ফেডারেশনের চেয়ারম্যান ও জয়ীতা নাফিসা সুলতানা ও প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ্ আলম শাহী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ স্টার্টআপ ইনোভেশন প্ল্যাটফর্মের জিপি এক্সেলারেটর ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ শীর্ষক ইনফো সেশনে প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর কমিউনিটি বিল্ডার দিনারাজ ফুডস্ এর উৎপাদন ব্যবস্থাপক বিশাল কুমার গুপ্ত।

এ বিষয়ে দিনাজপুরের উদ্যোক্তাবর্গের সভাপতি সম্পা দাস মৌ বলেন, ‘তরুণ প্রজন্মের উদ্ভাবনী মানসিকতা আর উদ্যোগী স্পৃহাকে কাজে লাগাতে একটি শক্ত ভিত্তি গড়ার ক্ষেত্রে জিপি এক্সেলারেটরের “জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা” এই সেমিনারের আয়োজনে আমরা মুগ্ধ হয়েছি। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের চাই দক্ষ উদ্যোক্তা, আর এ রকম আয়োজনগুলো উদ্যোক্তাদের অন্তর্নিহিত সম্ভাবনাকে বের করে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। হাজারো উদ্যোক্তার পাশে দাঁড়াতে গ্রামীণফোন দিনাজপুরে যে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দিল, তার প্রতি আমরা সাধুবাদ জানাই।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ