বগুড়ায় পৌর কাউন্সিলর অফিসে হামলা ভাংচুর

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা শাহ মেহেদী হাসান হিমুর অফিসে দুই দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টায় প্রথমে হামলা চালানো হয়। পরে রাত ১২টায় আবার হামলার ঘটনা ঘটে। এই সময় কাউন্সিলরের অফিসে কেউ ছিল না। ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এ হামলা চালায়।  শাহ মেহেদী হাসান বগুড়া জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

তিনি আরও বলেন, অফিসের বাহিরে থাকা বেসিন, ফুলের টব ও সাইনবোর্ড তারা ভাঙচুর করে। হামলার সময়ে তারা সড়কে চলাচল করা যানবাহনও ভাঙচুর করে। পরে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সদস্যরা ফিরে গেলে আবারও হামলার ঘটনা ঘটে।

পৌরসভার কাউন্সিলর শাহ মেহেদী হাসান সমকালকে বলেন, এখন আন্দোলন চলছে। এসব রাগ-ক্ষোভ থেকেই কেউ হামলা চালাতে পারে৷ প্রশাসনের নাকের ডগায় এসব ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনাস্থল এখন পুলিশ মোতায়েন আছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ