কুমিল্লায় রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফে পবিত্র ঈদে-মিলাদুন্নবী সাঃ পালিত

সৌরভ মাহমুদ হারুন : পবিত্র ঈদ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সোমবার সকালে কুমিল্লা কুতুবনগর,ঘোড়ামারা রেজভীয়া হোসাইনীয়া খানকা শরীফ মাঠ থেকে রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের উদ্দ্যোগে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য জশনে জুলুস র‌্যালী বের করা হয়।

পরে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর ফকির বাাজর মাশরা রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নী আল-ক্বাদরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ খলিফা গাজী ফারুক হোসাইন রেজভী, রেজভীয়া দরবার শরীফের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেম্বার রেজভী, রেজভীয়া হোসাইনীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ্ রেজভী সুন্নী আল কাদেরী, দৈনিক কুমিল্লার আলোর প্রধান সম্পাদক আব্দুল জব্বার, ফারুক আহমেদ রেজভী, চাঁনপুরের আবদুস সালাম রেজভী, শাহাজান রেজভী, বুড়িচং এর মিজানুর রহমান রেজভী সহ অনেকে।

দোয়া ও মোনাজাত শেষে হাজারো মুসল্লীদের মাঝে তবারক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০