আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে শাস্তি পেলেন ড্যারেন সামি

ষ্টাফ রিপোর্টার: বার্বাডোজে প্রথম টেস্ট মাত্র তিন দিনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে ম্যাচে দেয়া কিছু বিতর্কিত আম্পায়ারিং সিদ্ধান্ত, বিশেষ করে টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ক্যারিবীয় শিবির।

সরাসরি এসব বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনা করে আইসিসি’র কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ও সাবেক অধিনায়ক ড্যারেন সামি। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের তত্ত্বাবধানে সামিকে লেভেল-১ পর্যায়ের অপরাধে দোষী সাব্যস্ত করে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। সামি নিজেও শাস্তি মেনে নিয়েছেন।

কী বলেছিলেন সামি?

সামি সরাসরি টিভি আম্পায়ার হোল্ডস্টকের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে বলেন, ‘এই নির্দিষ্ট আম্পায়ারকে (হোল্ডস্টক) ঘিরে বিষয়টা আমার মনে প্রথম আসে ইংল্যান্ড সফর থেকেই। এটি হতাশাজনক। আমরা শুধু চাই সিদ্ধান্তে যেন ধারাবাহিকতা থাকে-যখন একের পর এক সিদ্ধান্ত একই দলের বিপক্ষে যায়, তখন প্রশ্ন ওঠেই।’ তিনি আরও অভিযোগ করেন, ‘আমাদের মতে বলটি প্যাডে লাগার আগে ব্যাটে লেগেছিল-যদি দুটি একই রকম পরিস্থিতি হয় আর একটি আউট না হয় তাহলে অন্যটিকে আউট দেয়া আরও বেশি সন্দেহের জন্ম দেয়।’ আইসিসি’র কোড অব কন্ডাক্টের ধারা ২.৭ অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো আম্পায়ার বা অফিসিয়ালকে নিয়ে এমন প্রকাশ্য মন্তব্য নিষিদ্ধ। এ কারণে সামিকে দোষী সাব্যস্ত করা হয়।

এদিকে ম্যাচের সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল রোস্টন চেজকে এলবিডব্লিউ দেয়ার মুহূর্ত, যেখানে আল্ট্রা এজে স্পষ্ট স্পাইক দেখা গিয়েছিল বল ব্যাটে লাগার সময়। একইভাবে শাই হোপের ক্যাচ নিয়ে সন্দেহ ছিল বল মাটিতে লাগার আগে ক্যারি ধরেছেন কিনা। দুটি ক্ষেত্রেই হোল্ডস্টক ‘আউট’ সিদ্ধান্ত বহাল রাখেন, যা ক্যারিবীয় শিবিরে ক্ষোভের জন্ম দেয়।

যদিও কোচ সামির মতো কঠোর ভাষায় প্রকাশ না করলেও, ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ ম্যাচ শেষে আম্পায়ারের বিচারের কঠোর সমালোচনা করেন। তবে তার বিরুদ্ধে আইসিসি কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে ক্যারিবীয় সমর্থকদের হতাশ করলেও, বিতর্কিত এই টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক সিরিজের বাকি দুটি টেস্টেও আম্পায়ারিং করবেন। গ্রানাডা ও জ্যামাইকায় অনুষ্ঠিতব্য ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবেই থাকবেন তিনি। অন্যদিকে, টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন নিতীন মেনন ও রিচার্ড কেটেলবোরো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০