ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধে ইসরায়েলি সেনা নিহত

বগুড়া নিউজ ২৪: অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। রোববার (২৯ জুন) কাফর জাবালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিজেদের সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনার নাম ইসরায়েল নাতান রোজেনফেল্ড। বয়স মাত্র ২০ বছর। তিনি সার্জেন্ট পদে দায়িত্ব পালন করছিলেন এবং ৬০১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি আকাবাত হা-বারজেল (৪০১) ডিভিশনের অংশ হিসেবেও দায়িত্বে ছিলেন।

আইডিএফ জানায়, রোজেনফেল্ড হলেন জুন মাসে গাজায় নিহত ২০তম ইসরায়েলি সেনা। চলতি মাসটিকে গত এক বছরে সবচেয়ে বেশি সামরিক হতাহতের সময় হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
দখলদার বাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী, কাফর জাবালিয়া এলাকায় অভিযানের সময় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে নিহত হন রোজেনফেল্ড।

শুক্রবার গাজার উত্তরাঞ্চলের তুফাহ এলাকায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালায়। এতে যানটির ভেতরে থাকা ১৭ জন সেনার মধ্যে ৭ জন নিহত হন এবং আহত হন বাকি ১০ জন আইডিএফ সেনা।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, চলতি বছরের মার্চে গাজায় যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩০ জন সেনা প্রাণ হারিয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধপর্বে এ পর্যন্ত ৮০০-এর বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০