আবুল কালাম আজাদ ( নিজস্ব সংবাদদাতা) : রীপুর পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষনা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
সোমবার (৩০ জুন) দুপুর ২ টায় আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।
ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে গৌরীপুর পৌরসভার মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৪১১ টাকা ১১ পয়সা। অপরদিকে, মোট ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকা।
বাজেটে উদ্বৃত্ত (স্থিতি) দেখানো হয়েছে ১ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৪১১ টাকা ১১ পয়সা মাত্র।পৌর প্রশাসক বলেন, “এ বাজেট গৌরীপুর পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের একটি কার্যকর রূপরেখা।
আমরা অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসনিক কর্মকর্তা সহকারী প্রকৌশলী মদন দাস, উপজেলা প্রকৌশলী অসিত বর্মন, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে ইউসুফ, পৌর নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির ও শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক ফারুক আহাম্মদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা,গৌরীপুর রিপোর্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন সরকার।গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি, যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ রইস উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তরের মাধ্যমে
বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।














