বগুড়ার সারিয়াকান্দিতে ২ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাছ শিকার করার ২ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং দেড় হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।

জানা গেছে, যমুনা নদী থেকে অবৈধভাবে মাছ শিকার বন্ধে আজ সোমবার (৩০ জুন) সকালে নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর। উপজেলার যমুনার বিভিন্ন এলাকায় বিকেল ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাছ শিকারের ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

একই অভিযানে দেড় হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুলো উপজেলার কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায় নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা প্রমুখ।

মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন জানান, জব্দকৃত মাছ ধরার জন্য নিষিদ্ধ এই ধরণের জাল দিয়ে মা মাছসহ ছোট-বড় সব মাছ ধরা পড়ে, ফলে প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যায় এবং জলজ প্রাণির স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। সরকার চায়না দুয়ারী জালসহ ক্ষতিকর সব ধরণের মাছ ধরার সরঞ্জাম নিষিদ্ধ করেছে। তবে এখনো কিছু অসাধু ব্যক্তি তা ব্যবহার করে আসছে। তাই এ ধরণের অভিযান চলমান রাখা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০