ছুটে চলেছেন আলকারেজ

বগুড়া নিউজ ২৪: অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন কার্লোস আলকারেজ। টানা তৃতীয় বছরের মতো নিশ্চিত করেছেন উইম্বলডন সেমিফাইনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবার ব্রিটেনের ক্যামেরুন নরিকে মাত্র ৯৯ মিনিটের খেলায় বিদায় দিয়েছেন।

তিন সেটের লড়াইয়ে নরি সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি। হেরেছেন ৬-২, ৬-৩, ৬-৩ গেমে। চলতি টুর্নামেন্টে আলকারেজের এমন দাপুটে পারফরম্যান্স এটাই। শেষ চারে এখন তার প্রতিপক্ষ আমেরিকার পঞ্চম বাছাই টেইলর ফ্রিটজ। জয়ের পর আলকারেজ বলেছেন, উইম্বলডনে আরেকটি সেমিফাইনাল খেলতে পারাটা সুপার স্পেশাল। এটা দারুণ ব্যাপার হতে চলেছে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে যেভাবে খেলেছি তাতে আমি নিজেও ভীষণ খুশি। বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার কনুইয়ের চোটে ভুগছেন। ভাগ্য ভালো বলতে হবে তার। চতুর্থ রাউন্ডে দুই সেটে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষ গ্রিগর দিমিত্রভ নিজেও চোটের কারণে খেলা ছেড়ে দিতে বাধ্য হলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায় সিনারের। তাতে টুর্নামেন্টের শেষ পর্বে শিরোপার মূল ফেভারিট ভাবা হচ্ছে আলকারেজকে। অপর দিকে নারী এককে জার্মানির অবাছাই লরা সিগেমুন্ডকে ৪-৬, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন আরিনা সাবালেঙ্কা। শুরুতে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়লেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০