ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর উপজেলার বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মোঃ মোকছেদুল ইসলাম রোজী সভাপতি পদে এবং ফরহাদুর রহমান সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অফিস কার্যালয়ে একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার মাহফুজার রহমান ফলাফল ঘোষনা করেন। এ নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মতিন, সহ-সাধারন সম্পাদক হাফিজ রহমতুল্লাহ ডাবলু, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক আবুল কালাম এবং কার্যনির্বাহী সদস্য রতন চন্দ্র, আলী আজম, মাহবুব আলম ও আব্দুল বারী।
Please follow and like us:














