শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হান্নান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার বাড়ি তল্লাসী করে ২১৮ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৩১ হাজার ৬শ’ টাকা উদ্ধার করে পুলিশ। হান্নান শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটিয়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর এলাকার রাঙ্গামাটিয়া মহল্লায় মাদক ব্যবসায়ী হান্নানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২১৮ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩১ হাজার ৬শ’ টাকাসহ হান্নানকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, উপজেলা থেকে মাদক নির্মলের অংশ হিসেবে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।














