বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিচিতি সভায় সাবেক এমপি লালু

ষ্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সান উপদেষ্টা সাবেক এমপি ও কলেজের গভর্নিং বডির পৃষ্ঠপোষক ও দাতা সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু আজ শনিবার (২৬ জুলাই) বগুড়া মহিলা ডিগ্রি কলেজে গভর্নিং বডির প্রথম সভা ও পরিচিতি শেষে শিক্ষকদের সঙ্গে মত-বিনিময় করেছেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি কৃষিবিদ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোঃ মোকাব্বর হোসেন প্রাং এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য মেহেদী হাসান পাঠান, রাজাদুল হক, আকতারুজ্জামান সরকার, মাওঃ আব্দুল কাদের, মিনারুল ইসলাম, মোসলেমা খাতুন, নূরজাহান আকতার, তাহেরা বেগম, জহুরুল ইসলাম সরকার, রশিদুল ইসলাম, ডাঃ হাবিবুর রহমান রতন প্রমুখ। এর আগে প্রধান অতিথি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালুকে কলেজের পক্ষে থেকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সকল সদস্য ও শিক্ষকবৃন্দ। এরপর প্রধান অতিথি সাবেক এমপি লালু অত্র কলেজের গভর্নিং বডির সকল সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০