লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩

বগুড়া নিউজ ২৪: যুদ্ধবিরতি ভঙ্গ করে শনিবার দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে তিনজন নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর দাবী, হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ জঙ্গি।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, টায়ার জেলায় একটি যানবাহন লক্ষ্য করে চালানো ইসরাইলি ড্রোন হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্তের কাছে বিন্ত জাবেইল এলাকায় ‘সন্ত্রাসী সংগঠন পুনর্গঠনের প্রচেষ্টায়’ জড়িত এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে।

তবে, হামলাটি কোথায় ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি।

এর কিছুক্ষণ পর বৈরুতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেবাল শহরের টায়ার জেলায় আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হামলাটি একটি বাড়ি লক্ষ্য করে করা হয়।

হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু, তারপরও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।

ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করেছে ইসরাইল।

চুক্তির শর্ত অনুযায়ী, হিজবুল্লাহকে ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) উত্তরে লিতানি নদীর ওপারে সরে যেতে হবে। ওই অঞ্চলে সশস্ত্র বাহিনীর হিসেবে দায়িত্ব পালন করবে লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা।

অন্যদিকে, ইসরাইলকেও লেবানন থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু দেশটি পাঁচটি কৌশলগত এলাকায় এখনো সেনা মোতায়েন করে রেখেছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০