বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভ

মমিন রশীদ শাইন : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে বগুড়ায় নির্মাণ করা হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ । শহরের সাতমাথা বীর শ্রেষ্ঠ স্কয়ার চত্তরের পূর্ব পাশে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। বগুড়া গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সারা দেশে ছাত্র-জনতা বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমে আসে। সেই আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতার সাহসিকতাও ছিল অবিস্মরণীয়। তাঁদের স্মরণ ও তাঁদের পরিবারের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার বলেন, দেশের ৬৪টি জেলায় একই রকম শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ উন্নয়ন তহবিল( জিওবি) এর অর্থায়নে ১৩ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যায়ে বগুড়ার স্মৃতিস্তম্ভটি নির্মিত হবে প্রায় ১৮ ফুট উচ্চতার, জুলাই গণঅভুত্থানে নিহত ১৫ জন শহীদ এর নাম থাকবে যা হবে শহীদদের আত্মত্যাগের এক চিরন্তন প্রতীক। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, জুলাই আন্দোলনের নিহত শহীদদের স্মরণে সকল রাজনৈতিক দলের নেতা ও বৈষম্য বিরোধী ছাত্রদের ঐক্যমতের ভিত্তিতে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্তরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন এর সিদ্ধান্ত নেয়া হয়। ৫ আগস্ট এখানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০